জাতিসংঘের মাধ্যমে গুম-খুনের তদন্ত চায় বিএনপি
বাংলাদেশকে গুম ও অপহরণের ক্ষেত্রে বিশ্বে সপ্তম দেশ হিসেবে ঘোষণা করেছে একটি আন্তর্জাতিক সংগঠন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সেইসঙ্গে পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দেশের সব গুম ও অপহরণের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহায়তায় তদন্ত করার আহ্বান জানিয়েছে দলটি।
urgentPhoto
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘অপহরণের ব্যাপকতার মানদণ্ডে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০টির মধ্যে সপ্তম দেশ হিসেবে চিহ্নিত করেছে। জাতিসংঘের টিম আসলে তো সরকারের কাছেই আগে যোগাযোগ করবে। তাই আমরা সরকারকেই বলছি, অ্যালাউ দেম (তাদের অনুমতি দেওয়া হোক)। আমরা সরকারের কাছেই বলেছি যে, আপনারা জাতিসংঘকে আসতে দিন। জাতিসংঘের তত্ত্বাবধানে এসব গুম-খুনের ঘটনা, অপহরণের ঘটনার একটি সুষ্ঠু-নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা নিন।’
আসাদুজ্জামান অভিযোগ করেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ পরিচালনা করায় আইনের শাসন বিলীন হয়ে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। যা দেশে গুম, খুন অপহরণসহ সামাজিক নানা অপরাধ বৃদ্ধি করছে।
সংবাদ সম্মেলনে খুলনার শিশু রাকিবকে নৃসংশভাবে হত্যাসহ সারা দেশে সাম্প্রতিক শিশু হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপির এই মুখপাত্র।