ইমরানের ওপর হামলা : তদন্ত প্রতিবেদন ২০ ডিসেম্বর
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়ে বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে প্রতিবেদন দাখিল করতে না পারায় সময়ের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা হামলার শিকার হন।
ওই ঘটনায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।