মাদারীপুরের লোকজন চট্টগ্রাম বন্দরকে লুটেপুটে খাচ্ছে : নোমান
মাদারীপুরের লোকজন চট্টগ্রাম বন্দরকে লুটেপুটে খাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে নোমান এ অভিযোগ করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি প্রয়াত নেতাদের স্মরণে এ জনসভার আয়োজন করে। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, মহিলা সম্পাদিকা নুরী আরা ছাফা, জেলা বিএনপি নেতা এম এ হালিম ও নূর মোহাম্মদ বক্তব্য দেন।
চট্টগ্রাম বন্দরে ৯৭ জন লস্কর পদের প্রায় সবাই মাদারীপুরের লোক স্থান পেয়েছে জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দর তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বন্দর রক্ষায় চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, বর্তমান সরকার নিজের ইচ্ছেমতো সব বেআইনি কাজগুলো জায়েজ করছে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ভুলে যাচ্ছে এখন যারা কারাগারে আছে তারা বের হয়ে আসবে। আর শেখ হাসিনাকে তাঁর অপকর্মের জন্য কারাগারে যেতে হবে।
চট্টগ্রামের জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবি জানিয়ে নোমান বলেন, চট্টগ্রামের জন্য আলাদা বরাদ্দ রাখা হলে আশপাশের জেলাগুলো উন্নত হবে। বন্দরে যে আয় হয়, তা লুটপাট না করে চট্টগ্রামের উন্নয়নে ব্যয় করতে হবে।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ জেড এম বজলুল করিম, মরহুম নুরুল আবছার চৌধুরী পাখি, আহসানুল হক হাসান চেয়ারম্যান, আলী আহম্মদ ও মরহুম কাজী মো. মুসার দলের জন্য তাঁদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।