শিশু নির্যাতনকারীদের শাস্তি হবে : প্রতিমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘ইদানীংকালে যেসব শিশু নির্যাতনের ঘটনা ঘটছে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এসব মামলা ধীরগতি উল্লেখ করে তিনি আরো বলেন, মামলাগুলো যাতে দ্রুত শেষ করা যায়, তার ব্যবস্থা আমরা নেব।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুদের অধিকার রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিও গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, শিশু নির্যাতন এককভাবে কারো পক্ষে বন্ধ করা সম্ভব না। এ জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা করেছি। আমরা নিয়মিত এ ব্যাপারে পর্যবেক্ষণ করছি।
মেহের আফরোজ চুমকি আরো বলেন, ‘সমাজে এসব ঘটনা হঠাৎ করেই ঘটেনি। আগেও ছিল। এখনো কমবেশি ঘটছে। গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমরা জানতে পারছি।’