বিএনপি-জামায়াত সহিংসতা না চালালে পাস বেশি হতো
বিএনপি-জামায়াত সহিংস কর্মকাণ্ড না চালালে পাসের হার আরো বাড়ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসির ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
urgentPhoto
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে বহুমুখীকরণ ও যুগোপযোগী করতে কাজ করছে সরকার। আরো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানান তিনি।
এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৯ দশমিক ৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ শিক্ষার্থী।
ফল হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী, রাজশাহী বোর্ডের প্রফেসর ড. মো. আবুল হায়াত, কুমিল্লা বোর্ডের প্রফেসর ইন্দ্রভূষণ ভৌমিক, যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, বরিশাল বোর্ডের চেয়ারম্যান, ড. মো. জিয়াউল হক, সিলেট বোর্ডের চেয়ারপারসন মমতাজ শাহীন, দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ, কারিগরি বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান একে একে প্রধানমন্ত্রীর হাতে ফলের অনুলিপি তুলে দেন।