টঙ্গীতে তরুণীর লাশ উদ্ধার, একজন গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় শান্তা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে লাশটি উদ্ধার করা হয়।
শান্তার বাড়ি নেত্রকোনার নাগড়া এলাকায়।
এ ঘটনায় রুকনুজ্জামান রুকন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি রাজশাহী জেলার চকরাজাপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে টঙ্গীর পাগার এলাকায় একটি বাড়িতে রুকনুজ্জামান রুকনের সঙ্গে তাঁর প্রেমিকা শান্তার কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে রুকন শান্তার গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। শান্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, শান্তা ও রুকন হামিদ টেক্সটাইল নামের একটি গার্মেন্টসে কাজ করতেন। তাঁদের মধ্যে গত সাত মাস ধরে প্রেম চলে আসছিল। এ ঘটনায় শান্তার বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।