প্রধানমন্ত্রী বরাবর রাজনের বাবার স্মারকলিপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চারটি দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন নিহত শিশু শেখ সামিউল আলম রাজনের বাবা শেখ আজিজুল আলম। আজ রোববার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো সৌদি আরবে আটক রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে আনা, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা ও অপরাধে সহযোগিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তিনিসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, পুলিশ প্রথমে হত্যাকাণ্ডের মূল আসামি কামরুলকে আটক করে। কিন্তু কয়েকজন দালাল আঁতাত করে টাকার বিনিময়ে তাঁকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয় এবং সৌদি আরবে দ্রুত পালিয়ে যেতে সাহায্য করে। তা ছাড়া রাজন হত্যার পর পুলিশ বাদী হয়ে একটি মনগড়া এজাহার দায়ের করে। এতে বোঝা যায়, আসামিদের বাঁচানোর জন্য পরিকল্পনার মাধ্যমে একটি দায়সারা এজাহার দায়ের করা হয়। যে কারণে পরবর্তী সময়ে তিনি নিজে বাদী হয়ে আরেকটি এজাহার দায়ের করেন বলেও উল্লেখ করেন শেখ আজিজুল আলম।
শেখ আজিজুল আলম আরো উল্লেখ করেন, রাজন হত্যার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমবেদনা জানাতে বাড়িতে আসেন।
তাঁরা সবাই রাজনের অন্যতম হত্যাকারী কামরুলকে ফিরিয়ে আনা, দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এর মধ্যে পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ছাড়া অন্যগুলো নিয়ে কার্যকরী পদক্ষেপ বাস্তবে অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। যে কারণে পুত্র হত্যার সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রাজনের বাবা।