‘ভুল রাজনীতির খেসারত বিএনপিকেই নিতে হবে’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না।’ তিনি আরো বলেন, ‘বিএনপি যদি ভুল রাজনীতি আবার করে, তার খেসারত বিএনপিকেই দিতে হবে।’
আজ শুক্রবার ভোলার গাজীপুরে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সহায়ক সরকার বলে কোনো কিছু নেই। বিএনপিকে ক্ষমতাসীন দলের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে, সে নির্বাচনেই অংশগ্রহণ করতে হবে। এর বিকল্প কিছু নাই। তারপরে যদি তারা বলে নির্বাচন করবে না, এটা তাদের ব্যাপার। তাদেরকে জোর করে তো আমরা নির্বাচনে আনতে পারব না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারে বিজয়ী হবে। তিনি বলেন, ‘ভোলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। প্রচুর গ্যাস রয়েছে ভোলায়। ভোলা-বরিশাল সেতু হলেই ভোলার মানুষ সড়কপথে ঢাকা যেতে পারবে। নদীভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষার কাজ এগিয়ে চলছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হাবিবুর রহমান, আবু তাহের, শওকাত হোসেন প্রমুখ।