আইজিপির সঙ্গে একমত সুরঞ্জিত
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সীমা লঙ্ঘন করে এমন কোনো লেখা লিখতে বারণ করে’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। পাশাপাশি প্রবীণ এ পার্লামেন্টারিয়ান ব্লগার হত্যা বন্ধের জন্যও ‘একটা কিছু করার’ জন্য আইজিপির প্রতি আহ্বান জানিয়েছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত আজ মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ কথা বলেন। বার্তা সংস্থা বাসস জানায়, বঙ্গবন্ধু একাডেমি এ স্মরণসভার আয়োজন করে।
আইজিপির করা মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশে একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আপনি ব্লগারদের লেখায় ধর্মকে নিয়ে কটাক্ষ না করার পরামর্শ দিয়েছেন। আপনার বক্তব্যের সঙ্গে আমিও একমত। কিন্তু একের পর এক ব্লগার হত্যা হচ্ছে তা প্রতিরোধে একটা কিছু করুন।’
সাবেক এ রেলমন্ত্রী আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী চাইলে অপরাধীদের পুলিশ ধরতে পারে না, এমন দুর্দশা তো পুলিশ বাহিনীর নয়। আমাদের পুলিশ বাহিনীর দক্ষতা, সক্ষমতা ও স্বচ্ছতা অনেক দেশের পুলিশ বাহিনীর চেয়ে বেশি। ব্লগার হত্যা যদি আনসারুল্লাহ বাংলা টিম করে থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করুন।’
এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চক্রান্ত করতেই লন্ডন যাচ্ছেন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সৌদি আরবে আর কুলাচ্ছে না। অবশেষে চক্রান্ত করতে লন্ডন যাচ্ছেন তিনি।’
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, ‘বাংলাদেশ মানবেন আর বঙ্গবন্ধুকে মানবেন না’- এটা হয় না। যারা এখনো বিভ্রান্ত - তারা নতুনভাবে চিন্তা-ভাবনা করুন। সঠিক রাজনৈতিক পথে যদি আসতে চান, তাহলে মুক্তিযুদ্ধের পথে আসেন।’
সংগঠনের উপদেষ্টা ড. খন্দকার এমদাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।