দুই কিশোরী হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
মাদারীপুরের দুই কিশোরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিব শিকদারকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মাদারীপুর সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ত্রিভাগদি গ্রাম থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) ও তার সহপাঠী মস্তফাপুর গ্রামের হ্যাপি আক্তার (১৪) নিখোঁজ হয়। বিকেলে অচেতন অবস্থায় চার যুবক ওই দুই ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে দুজন পালিয়ে যায়। ওই দুই মেয়ের পরিবার লোকমুখে খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমাইয়া ও হ্যাপীর লাশ শনাক্ত করে।
পুলিশ সেদিনই হাসপাতাল এলাকা থেকে শিপন ও রফিক নামের দুই যুবককে আটক করে। পরে শুক্রবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলার মোট আসামি সাতজন।
পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি রানা শিকদার এখনো ধরা পড়েনি। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।