সারা দেশে ডাকব্যবস্থা চ্যালেঞ্জের মুখে : মোস্তাফা জব্বার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সত্যিকার অর্থেই দেশের ঐতিহ্যবাহী ডাকব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে ডাকঘরগুলো একেকটি ডিজিটাল কেন্দ্রে পরিণত করার উদ্যোগ সরকার নিয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাক বিভাগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় ডাক ব্যবস্থাই ছিল মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কালের পরিক্রমায় তা এখন বিপর্যয়ের মুখে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে আবার জনপ্রিয় করার উদ্যোগ রয়েছে। আমরা ডাকঘরগুলোকে ডিজিটাল কেন্দ্রে পরিণত করব। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জও বটে।
মে মাসে ফোরজি চালু হবে
মোস্তাফা জব্বার বলেছেন, আগামী মে মাসে টেলিটক চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা চালু করবে। আওয়ামী লীগের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সব বিভাগীয় শহরে ফোরজি সেবা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।
মন্ত্রী বলেন, গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে টেলিটকের নেটওয়ার্ক পরিধি বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে দুটি প্রকল্প চলমান রয়েছে। এ দুটি প্রকল্প সমাপ্ত হলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক কভারেজ দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে থ্রিজি গ্রাহক সংখ্যা প্রায় ছয় কোটি চার লাখ ১৯ হাজার।