আ. লীগ না করলে বেনিফিট নয় : এমপি ওমর ফারুক
যারা আওয়ামী লীগের রাজনীতি করবে না তাদের কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সময় থাকতেই তিনি নৌকায় ওঠার আহ্বান জানিয়ে বলেন, নৌকা ভর্তি হয়ে গেলে পরে আর সেখানে তোলা হবে না।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার বেলা ১২টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এ সব কথা বলেন।
সাবেক শিল্প প্রতিমন্ত্রী এবং বর্তমানে একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমার কাছে যাবেন, বলবেন, আমি আওয়ামী লীগ করি, আমার ভাইয়ের ব্যবস্থা (চাকরি) করেন, তা হবে না। আপনার ভাইয়েরও পরিচয় লাগবে। আপনার ভাই কোন দল করে তাও জানাতে হবে। যারা আওয়ামী লীগ করবেন, কেবল তাঁরাই বেনিফিট (সুবিধা) পাবেন। আমি প্রকাশ্যে এ কথা স্পষ্ট করেই বলে দিলাম।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘যারা বাংলাদেশে বাস করে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস না করে বঙ্গবন্ধুর বিরোধিতা করে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এখনো সময় আছে, সময় থাকতেই নৌকায় ওঠেন। নৌকা ভর্তি হয়ে গেলে তখন কিন্তু আর নৌকায় তোলা হবে না। তখন কোনো কিনারা পাবেন না।’
গোদাগাড়ী উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই শোক সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, পৌর আওয়ামী লীগের সম্পাদক রবিউল আলম, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশাররফ বাবু প্রমুখ বক্তব্য দেন।
এর আগে উপজেলার মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৩৫ সেট বেঞ্চ বিতরণ করেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
শোকসভায় দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে আজ রোববার সন্ধ্যায় ওমর ফারুক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।