আদালতের পর্যবেক্ষণ সঠিক, ফর্মুলা নয় : বিএনপি
নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সস্পাদক আসাদুজ্জামান রিপন ।
এক মামলায় রায়ে নির্বাচনকালীন সরকার নিয়ে সম্প্রতি উচ্চ আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে তাতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়- বিএনপির এমন দাবিরই স্বীকৃতি মিলেছে বলে মন্তব্য করেন বিএনপির এ মুখপাত্র।urgentPhoto
তবে আদালত সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলা দিয়েছেন তা বাস্তবায়নযোগ্য নয় বলেও মনে করে বিএনপি। বিএনপি আন্দোলনে না থাকলেও সরকার সংকটে রয়েছে বলে দাবি করেন রিপন।
বিএনপির মুখপাত্র বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে, শাসক দলের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংসদে যারা থাকবে তারাও মন্ত্রিপরিষদে থাকবেন, আবার সংসদের বাইরে যারা আছেন তারাও মন্ত্রিপরিষদের থাকবেন- এমন ফর্মুলা তারা দিয়েছেন। তার মানে সকল দলের অংশগ্রহণের বিষয়টি তারা বলেছেন। আমরা একই কথা বলতে চাই। সকল দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হতে হবে।’
‘গত নির্বাচন সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়নি বলেই হাইকোর্ট এমন একটি পর্যবেক্ষণ দিয়েছেন। যদিও সেটি বাস্তবায়নযোগ্য নয়।’ যোগ করেন বিএনপির মুখপাত্র।