শ্বাসরোধে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী আটক
সাভারের ডগরমোড়া এলাকায় প্রিয়া (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সকালে পৌর এলাকার ডগরমোড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে ওই নারীর স্বামী মামুনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে প্রিয়ার সঙ্গে মামুনের ঝগড়া হয়। এ সময় নিজ কক্ষে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন মামুন। পরে ঘরের দরজায় তালা মেরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে ধরে ফেলে স্থানীয় লোকজন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।