ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে আজ বৃহস্পতিবার রাজধানীর চাঁনখারপুলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বেলা ২টা ৪০ মিনিটে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর শুনে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।