শওকত মাহমুদ তিনদিনের রিমান্ডে
রাজধানীর রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে তিনদিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার বেলা ১২টা পাঁচ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শওকত মাহমুদকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। অপরদিকে, তাঁর পক্ষে আদালতে রিমান্ডের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।urgentPhoto
আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর জামিনের আবেদন খারিজ করে এ রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
এ ছাড়া অভিযোগপত্র জমা দেওয়া যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলায়ও শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি মামলা তিনটির অভিযোগপত্রভুক্ত আসামি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে একটি কনভেনশন সেন্টারের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।