স্বৈরাচারী কী কর্মকাণ্ড করেছি খুঁজে পাই না : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানতে চেয়েছেন, ক্ষমতায় থাকাকালীন কী এমন করেছেন, যার কারণে তাকে স্বৈরশাসক বলা হয়। কেন তাঁকে স্বৈরশাসক বলা হয় তাও বুঝতে পারেন না বলে দাবি করেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে নেতাকর্মীদের দলে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ।
জাতীয় পার্টির প্রধান আরো বলেন, তিনি ক্ষমতা ধরে রাখতে চাননি। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছাও তাঁর ছিল না। বাধ্য হয়েই দল গঠন করতে হয়েছিল বলে জানান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির কাছে দেশ নিরাপদ নয় বলে দাবি করেন তিনি।
এরশাদ বলেন, ‘আমাকে অনেকে বলে স্বৈরাচার। আমি স্বৈরাচারী কী কর্মকাণ্ড করেছি খুঁজে পাই না। অনেক চেষ্টা করেছি, কী কাজটা করলাম। আমি তো ১৯৮৪ সালে ক্ষমতা নিয়েছিলাম বাধ্য হয়ে। আমি না থাকি, যে-ই সেনাপ্রধান থাকতেন তাকে দায়িত্ব গ্রহণ করতে হতো। আমি ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম। ১৯৮৬ সালে আমি নির্বাচন দিয়েছিলাম। সে নির্বাচনে কেউ আসল না। বাধ্য হয়ে ১৯৮৬ সালের পয়লা জানুয়ারি জাতীয় পার্টি করতে হলো।’