‘রাজনৈতিক কারণে বিএনপিকে দায়ী করা হচ্ছে’
রাজনৈতিক কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
urgentPhoto
আজ শুক্রবার সকালে সদ্য কারামুক্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এ কথা বলেন নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গ্রেনেড হামলা কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে না। এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। এ কার্যক্রমের জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। কিন্তু সেটাও রাজনৈতিকভাবে নয়, সেটা ন্যায্যভাবে। যারা এর জন্য দায়ী হবে, তাদের বিচার হওয়া উচিত। আমরা কোনো হত্যার রাজনীতির সঙ্গে জড়িত নই, বিএনপি কোনো জড়িত নয়।’
বিএনপিকে সরকার সন্ত্রাসী ও জঙ্গি মদদদাতা দল হিসেবে প্রমাণের চেষ্টা করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘এটা রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক কারণে এটা দায়ী করে এবং রাজনৈতিক কারণে তারা এমন সব অদ্ভুত কথা বলে, যা কেউ বিশ্বাস করে না; তারাও বিশ্বাস করে না, কিন্তু তার পরও বলে।’
এ সময় অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।