বিচারের জন্য সাড়ে ৯ বছর একটু বেশিই : সুরঞ্জিত
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার পর ১১ বছর কেটে গেছে। এ ঘটনার পর আওয়ামী লীগ বেশ কিছু সময় ধরে ক্ষমতায় আছে। বিচার সম্পন্নের জন্য এ সময়টা একটু বেশিই বলে মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।urgentPhoto
আজ শুক্রবার রাজধানীতে ঢাকা আওয়ামী লীগ শিল্পগোষ্ঠী আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে এক আলোচনা সভায় সাবেক এ রেলমন্ত্রী এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি মানি এ ঘটনায় নতুন করে তদন্ত করতে হয়েছে। নতুন করে এভিডেন্স সংগ্রহ করতে হয়েছে। নানা ঝামেলা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে সময় পেয়েছে, সেটি এ বিচার করার জন্য একটু বেশিই।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য এ বছরের মধ্যে বিচারকাজ সম্পন্ন করার জন্য আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় সে সময়কার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। আহত হন শতাধিক।
এই গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়।