গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবি
নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। নিহতদের কবরে পুষ্পমাল্য অর্পণ, শোকর্যালি, আলোচনা সভা, মানববন্ধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আয়োজিত বিভিন্ন আলোচনা সভায় বক্তারা এ ভয়াবহ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত নানা কর্মসূচি সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হাবিবুর রহমান, চাঁদপুর : সকালে গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুছ পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের হাইমচরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোকমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুদ্দুছ পাটোয়ারীর কবরের কাছে এসে শেষ হয়। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কুদ্দুছ পাটোয়ারীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রেনেড হামলায় নিহত আতিকুর রহমানের স্মরণে চাঁদপুরের মতলব উত্তরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাগঞ্জ : সকালে শহরের কলেজ মোড়ের মুজিব চত্বরে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন। সমাবেশ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার দাবি করেন বক্তারা।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : সকালে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কোরআনখানি, ফাতেহা পাঠ, মিলাদ ও আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন। পরে একটি কমিউনিটি সেন্টারে গরিব ও এতিমদের জন্য বিশেষ ‘মেজবান’-এর আয়োজন করা হয়।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : সকালে ঘোষপাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোকসভায় আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, চাষী আবদুল করিম, সাঈদ হাসান লোবন, কাজিউল ইসলাম প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এম.আর. মুর্তজা, মাদারীপুর : মাদারীপুর প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে দ্রুত বিচারের দাবি তুলে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নাসির উদ্দিন আকন।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : বিকেলে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মানববন্ধনে জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে হামলা মামলার বিচার কাজ দ্রুত শেষ করে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানানো হয়। এর আগে জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুকের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ।