রফিকুল হত্যার প্রতিবাদে গাজীপুরে হরতাল পালিত
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে আধাবেলা হরতাল পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
urgentPhoto
আজ রোববার সকালে কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে ঢাকা ও গাজীপুরগামী কোনো বাস ছেড়ে যায়নি। এতে অফিসগামী মানুষ ও পোশাককর্মীরা বিপাকে পড়েন। অনেককে দীর্ঘক্ষণ যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। উপায় না পেয়ে অনেকে হেঁটে ও রিকশা কিংবা ভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ সকাল ১০টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
হরতালে বাড়তি সতর্কতা হিসেবে কালিয়াকৈর শহর ও বাসস্টপেজগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গত শুক্রবার বিকেলে চন্দ্রার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা হয়। ওই সময় সভাস্থলের পাশেই নিজ দলের প্রতিপক্ষরা এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল ও মো. হোসেন নামের দুজনকে আটক করেছে পুলিশ।
মামলা
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যার ঘটনায় তাঁর ভাই আবদুল মোতালেব বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।