সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ করা হবে : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হলে সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ আবেদন করা হবে।
আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
মাহবুবে আলম বলেন, ‘আপিল বিভাগ চূড়ান্ত রায়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে তাঁর (সাঈদী) মৃত্যুদণ্ডাদেশ চেয়ে রিভিউ পিটিশন করা হবে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে পাঁচটির চূড়ান্ত নিষ্পত্তি হলেও এখন পর্যন্ত তিনটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। আমি আশা করি শিগগিরই দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মুজাহিদের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মানুযায়ী সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ চেয়ে রিভিউ করা হবে।
জামায়াতের অপর নেতা আলী আহসান মুজাহিদের রায়ের ব্যাপারে মাহবুবে আলম বলেন, ‘আশা করছি অতি শিগগিরই রায়ের কপি বের হবে। রায় লিখে কম্পোজ করেছে কি না, সার্কুলেশনে গেছে কি না, এটা সম্পর্কে আমি তো বক্তব্য রাখতে পারি না। আমি রায় শিগগিরই বের হওয়ার প্রত্যাশা করতে পারি। আশা করি অচিরেই রায়ের কপি পাব। সেটা দুই তিন সপ্তাহ, চার সপ্তাহ ধরে নেওয়া হতে পারে। তার চেয়ে এক সপ্তাহ বেশি হলেও অন্যায় হবে না।’
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টম্বর মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। অন্যদিকে মুজাহিদের রায় ঘোষণা করা হয় চলতি বছরের ১৬ জুন। আর সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হয় ২৯ জুলাই। এসব রায়ের এখনো পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়নি।
এর আগে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের মামলার চূড়ান্ত আপিল নিষ্পত্তি শেষে তাঁদের মৃত্যুদণ্ডাদশে কার্যকর করা হয়েছে। বর্তমানে নিজামী-মীর কাসেমসহ আরো আটটি মামলা আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।