উপাচার্যের বাসভবনের নিরাপত্তা জোরদার
ককটেল হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের প্রথম নারী উপাচার্যের এই বাসভবনের বাইরের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে নিবিড় পর্যবেক্ষণ ক্যামেরা।
এনটিভির সরেজমিন অনুসন্ধানে বিষয়টি জানা গেছে।
গত ১৯ জানুয়ারি রাত ৯টার দিকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিনই শহীদ রফিক-জব্বার হলের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ অনিককে আটক করে পুলিশে খবর দেয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানিয়েছেন, অনিক একটি হামলার ঘটনায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে উপাচার্যের বাসভবনে হামলার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে জড়িত সন্দেহভাজন অনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীকে আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছেন প্রশাসনের একজন কর্মকর্তা।