এবার অটোরিকশা পেলেন রাজনের বাবা
সিলেটের কুমারগাঁওয়ে নির্যাতনে নির্মমভাবে খুন হওয়া শিশু শেখ সামিউল আলম রাজনের বাবা আজিজুর রহমানকে এবার সিএনজিচালিত একটি অটোরিকশা দিয়েছে কমিউনিটি এগেইনস্ট প্রভার্টি (ক্যাপ) ফাউন্ডেশন ইউকে।
আজ সোমবার সিলেট পুলিশ লাইন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নেতা-কর্মীরা রাজনের বাবার হাতে অটোরিকশার চাবি তুলে দেন।
রাজন হত্যার পর সহানুভূতি দেখিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও হৃদয়বান ব্যক্তিরা। প্রবাসীরাও এগিয়ে আসেন রাজনের পরিবারকে সহায়তা করতে। প্রবাসী একটি সংগঠনের পক্ষ থেকে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে রাজনের বাবাকে। সরকারি, বেসরকারি সব মিলিয়ে এরই মধ্যে রাজনের পরিবার অর্ধ কোটি টাকার কমবেশি অনুদান পেয়েছেন বলে জানা গেছে।
আজ অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।
ডিআইজি বলেন, সিলেট মহানগর পুলিশ খুব কম সময়ের মধ্যে রাজন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে অভিযোগপত্র দিতে পেরেছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
ডিআইজি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। পুলিশ এভাবেই যদি প্রতিটি মামলায় আন্তরিকতার সঙ্গে কাজ করে তাহলে দেশে আইনের শাসন আরো সুদৃঢ় হবে।
রাজন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্নর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি।
ক্যাপের কান্ট্রি ডিরেক্টর আব্দুস সহিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শামিউল আলম, মহানগর পুলিশের উপকমিশনার ফয়ছল মাহমুদ ও সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম।
প্রসঙ্গত, কমিউনিটি এগেইনস্ট প্রভার্টি (ক্যাপ) ফাউন্ডেশন ইউকে ২০১২ থেকে বৃহত্তর সিলেট অঞ্চলে দরিদ্র অসহায় জনগণের সেবা কার্যক্রমের অংশ হিসেবে টিউবওয়েল, রিকশা, সেলাই মেশিন ও বৃত্তি প্রদান, মেডিকেল সাহায্য, সেনিটেশন ব্যবস্থাসহ দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও জগন্নাথপুর, সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ ও গোয়াইনঘাট, মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ি, হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম চলছে।