কালিয়াকৈরে তিন গাড়ির ত্রিমুখী সংর্ঘষ, নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ সোমবার বিকেলে বাস-পিকআপ ভ্যান-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুজন।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচগাঁও নিশ্চিন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোটরসাইকেলচালক মোয়াজ্জেম হোসেন বিপ্লব (৩২) ও মানিকগঞ্জ সদর উপজেলার উখিয়াপাড়া এলাকার গেদু মিয়া শেখের ছেলে পথচারী তোফায়েল হোসেন লেবু (৪৫)। নিহত তোফায়েল স্থানীয় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড কারখানার গাড়িচালক।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু দাউদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ সোমবার বিকেলে টাঙ্গাইল থেকে মাছভর্তি একটি পিকআপ ভ্যান ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সীমান্ত ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দুই আরোহীসহ কালিয়াকৈরগামী একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ত্রিমুখী এ সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলচালক মোয়াজ্জেম হোসেন বিপ্লব ও পথচারী তোফায়েল হোসেন লেবু ঘটনাস্থলেই নিহত এবং মোটরসাইকেলের অপর আরোহীসহ দুজন আহত হন। ঘটনার সময় তোফায়েল হোসেন ওই সড়ক পার হচ্ছিলেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় এবং মোটরসাইকেল ও পিকআপভ্যানটি জব্দ করে।