হত্যা মামলার আসামি বিএনপি থেকে আ. লীগে
রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল আলম পল্টু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার রাত ৯টার দিকে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তোড়া দিয়ে তরিকুল আওয়ামী লীগে যোগ দেন। পল্টু পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যা ছাড়া নাশকতার কয়েকটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরিকুল আলম পল্টু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
তবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন জানান, পুলিশের হয়রানি থেকে বাঁচতে বিএনপি নেতা-কর্মীরা দল ত্যাগ করছেন।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর মহানগরীর লোকনাথ হাই স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার। এ ঘটনায় আহত হন আরো আট পুলিশ সদস্য। ওই রাতেই বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৯০ জনের নাম উল্লেখ করে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন। পল্টু এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া গত ৫ জানুয়ারির পর ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পুলিশের করা একাধিক নাশকতার মামলারও আসামি তরিকুল।