ব্লগার নীলাদ্রি হত্যায় দুজনকে গ্রেপ্তার
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (পূর্ব) মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসারকে বিকেলে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে এবং কামালকে সন্ধ্যায় ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দুই বছর আগে এঁদের দুজনকেই ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান উপকমিশনার।
গত ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর নিজ ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। তিনি নিলয় নীল নামে ব্লগে লেখালেখি করতেন এবং গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। দুর্বৃত্তরা দিনে-দুপুরে বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাঁকে। এ ঘটনার পর অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন নীলাদ্রির স্ত্রী আশা মনি।
এ ঘটনায় মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সহযোগিতার আশ্বাস দিয়েছে। মামলাটি এরই মধ্যে পুলিশের কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াসিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাসকে হত্যা করা হয়। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার নীলাদ্রি চট্টোপাধ্যায়। কাউকে রাজপথে আবার কাউকে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সব হত্যাকাণ্ডের ধরন একই।