শিগগিরই নির্বাচন হবে : মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ মনে করেন খুব শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘সে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ।’
আজ মঙ্গলবার বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মওদুদ আহমদসহ দলের অন্য কেন্দ্রীয় নেতারা।urgentPhoto
মওদদু আহমেদ বলেন, ‘আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এ গণতন্ত্র ফিরিয়ে আনা। ইনশাল্লাহ এ দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। আমরা মনে করি সরকারের অভ্যন্তরীণ যে অস্বস্তিকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয়, আমি বিশ্বাস করি শিগগির একটা নির্বাচন বাংলাদেশে হবে এবং সে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। সে নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশে আসবে।’