‘নতুন ভূমি আইন হচ্ছে’
কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন নামে একটি নতুন আইন হচ্ছে। এই আইনের খসড়ায় ভূমি ব্যবস্থাপনা, ভূমি উন্নয়ন, ভূমি ব্যবহার ও কৃষিজমি সুরক্ষাসহ ভূমি-সংক্রান্ত বিষয়াদি থাকবে। আজ বুধবার সচিবালয়ে জাতীয় ভূমি ব্যবহার কমিটির সভা শেষে নতুন এ আইন প্রণয়নের কথা জানান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বেলা ১১টার দিকে সচিবালয়ের সম্মেলন কক্ষে এ কমিটির সভা শুরু হয়।
সভায় ভূমিমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের নতুন আইনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মোগল আমলে ভূমি ব্যবস্থাপনা আইন ছিল। পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনামলে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে ভূমির ব্যবস্থাপনা করা হতো। কিন্তু আমাদের দেশটি জনবহুল হয়ে গেছে। ভূমি ব্যবহারে কোনো শৃঙ্খলা নেই। কৃষিজমিতে শিল্প এলাকা গড়ে তোলা হচ্ছে। দেশের মূল ভূখণ্ডে কৃষিজমি কমে আসছে। তবে প্রাকৃতিকভাবে চর জেগে ওঠার কারণে আমরা কিছু জমি পাচ্ছি। ফলে আমাদের ভূমি ব্যবস্থাপনার নতুন আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’ তিনি জানান, এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে। সেটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশে গড়ে তোলা ভূমি ব্যবহার বাস্তবায়ন কমিটি ভূমির শ্রেণীকরণের কাজ করছে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে এই শ্রেণীকরণের কাজ শেষ হবে। তখন কৃষি, শিল্প ও আবাসিক জমি চিহ্নিত হবে।