রাজশাহী সিলেট বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।
নুরুল হুদা বলেন, এই তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন, যাচাই-বাছাইয়ের জন্য ১ ও ২ জুলাই, আপিল নিষ্পত্তির শেষ সময় ৩-৫ জুলাই, মনোনয়ন প্রত্যাহারের জন্য ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দের দিন ঠিক করা হয়েছে ১০ জুলাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা যে আচরণবিধি করেছি, তার সংশোধন এখনো হয়নি। সংশোধনী না হওয়া পর্যন্ত এটি বলা যাচ্ছে না।’
আইনি জটিলতার বিষয়ে সিইসি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সীমানা সংক্রান্ত আইনগত কোনো জটিলতা নেই।’
খুলনা সিটি করপোরেশন নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘খুলনা সিটির ভোট নিয়ে আমরা সন্তুষ্ট। তবে আমরা তদন্ত কমিটি করেছিলাম তারা খুলনা থেকে ঘুরে এসেছে। এর পরে আমরা বিস্তারিত জানাব।’
সিইসিকে করা এক প্রশ্নের উত্তর দেন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এমপিদের প্রচারণার ব্যাপারে যে সংশোধনী এনেছি, তা পর্যালোচনা করা হচ্ছে। পরে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য পাঠানো হবে। ভোট শেষে আগামী ১৩ জুনের আগে যদি প্রজ্ঞাপন আকারে জারি করতে পারি, তাহলে এই তিন সিটিতে এমপিরা প্রচারণার সুযোগ পাবেন।’