ছাত্রলীগ নয়, ওদের ব্যবহারকারীদের শাস্তি দিন : জাফর ইকবাল
ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায় বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, ‘যারা শিক্ষকদের ওপর হামলায় ছাত্রলীগকে ব্যবহার করেছে তাদের শাস্তি হওয়া উচিত।’
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে ডাকা আন্দোলন কর্মসূচিতে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা বলেন মুহম্মদ জাফর ইকবাল।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, যারা শিক্ষকদের ওপর হামলা করেছে তাদের বিচার চাই। শিক্ষকদের ওপর কে হামলা করেছে, ছাত্রলীগের ছেলেরা? না, এঁরা তো ছাত্র, আমাদের ছাত্র। এরা তো কম বয়েসি ছেলে, কী বুঝে? ওদের আপনি যা বোঝাবেন সেটা করবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজনকে বহিষ্কার করা হলো, আরো চারজনকে বহিষ্কার করল, এখন আক্ষরিক অর্থে ওদের জন্য আমার মায়া লাগছে। আহা বেচারারা। এই তো।’
জাফর ইকবাল বলেন, ‘যারা তাদের (ছাত্রলীগ) ব্যবহার করেছে তাদের কাছে কেউ যাচ্ছে না। আর যারা এই বাচ্চা ছেলেগুলাকে, মিসগাইডেড ছেলেগুলোকে এখানে পাঠিয়ে দিয়েছে, তারা এখন বিপদে পড়েছে। তাদের ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কী দোষ করেছে। কাজেই এখন আমার খুবই খারাপ লাগছে। আসলে ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে তাদের শাস্তি দেন।’
ড. জাফর ইকবাল বলেন, ‘এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা তাদের মাথায় হাত বুলিয়ে ওদের সাথে কথা বলে আমরা ঠিক জায়গায় নিয়ে আসতে পারব। প্রধানমন্ত্রী বলেছেন, আগাছা দূর করতে। আমি বলব না। আগাছাকে আমরা ফুল গাছে তৈরি করব। সম্ভব। এরা আমাদের ছাত্র, আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা ওদেরকে ঠিক করে দিব।’