জনজীবনে স্বস্তি ফিরে আসবে : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটে নতুন করে কর আরোপ না করায় জনমনে স্বস্তি ফিরে আসবে।’ বাজেট না পড়েই বিরোধিতার জন্য বিএনপি বাজেটের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন কোনো কর বৃদ্ধি হয় নাই। জনজীবনে স্বস্তি ফিরে আসবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘এটা নির্বাচনী বাজেট না। এটা নির্বাচনের বছর এটা ঠিক তবে নির্বাচনকে লক্ষ্য করে বাজেট দেওয়া হয়নি।’
বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তো বাজেট পড়েও নাই। ওরা দেখেও নাই। বাজেট পেশ করার আগেই তা জনবিরোধী বলা এটা হলো ওদের কথার কথা। বিরোধিতা করবে এটাই তো কাজ তাদের। বাস্তবতার সাথে এবং তাদের কাজের কোনো মিল নেই। কারণ তারা বাজেট পড়ে নাই, কোথা থেকে তারা বলল যে বাজেট জনগণের না।’