হরতালে কুমিল্লায় আটক ৩০
কুমিল্লার ১৬টি থানায় অভিযান চালিয়ে ২০-দলীয় জোটের ৩০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল শুরুর আগে গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে তাদের আটক করা হয়।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, হরতাল শুরুর পর আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
এদিকে, সকাল ৭টার দিকে শহরের কান্দিরপাড়ের বিএনপি কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এ ছাড়া সকাল থেকে চকবাজার, টমটম ব্রিজ ও শাসনগাছা এলাকায় হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হয়েছে।
গত রোববার রাতে চৌদ্দগ্রামের ফালগুনকড়া হায়দার ব্রিজের ওপর একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এর প্রতিবাদে জেলায় ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০-দলীয় জোট।