আমাদের সময় মাদক ছিল না : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ শান্তিতে নাই। মাদকে সব আচ্ছন্ন করে ফেলেছে। পরিবর্তন চায় মানুষ। সুশাসন দেখতে চায়। সুশাসন দিতে পারে একমাত্র জাতীয় পার্টি।’
আজ রোববার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, আমাদের সময় সুশাসন ছিল। আমাদের সময় মাদক ছিল না। মানুষ খুন হয় নাই। তিনি বলেন, আমাদের সময় দুর্নীতি বলে কোনো কথা ছিল না। আমাদের সময় বিচারব্যবস্থা ছিল। এখন সব ধ্বংস। দেশকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।