সারা দেশে নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত
হিন্দু ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ছিল আজ। ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদভাগবদগীতার অমিয় বাণী তিনিই প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই সে বাণীর মূল বিষয়।
শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে আজ সারা দেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর শোভাযাত্রা, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ইত্যাদির মধ্য দিয়ে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণজয়ন্তী।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : মানিকগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোট শহরে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। আজ বিকেল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড র্যালি নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন জড়ো হয় পূজা উদযাপন পরিষদের, মানিকগঞ্জ শহরের আনন্দময়ী কালীবাড়িতে আর হিন্দু মহাজোটের পক্ষে জড়ো হয় হিজুলী শিববাড়ি শিব সিদ্ধেশ্বরী মন্দিরে। দুটো মন্দিরেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম বিশ্বাসের সভাপতিত্বে কালীবাড়িতে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, পৌরসভার মেয়র রমজান আলী, সুলতানুল আজম খান আপেল, অ্যাডভোকেট দীপক ঘোষ, রতন দত্ত, আশুতোষ রায় ,অনির্বাণ পাল প্রমুখ।
অপর দিকে শিব সিদ্ধেশ্বরী মন্দিরে আলোচনা সভায় হিন্দু মহাজোটের সভাপতি বাসুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, গাজী কামরুল হুদা সেলিম, সুলতানুল আজম খান আপেল, সিদ্ধেশ্বর মজুমদার, তাপস রাজবংশী প্রমুখ।
বিকেলে মানিকগঞ্জ আনন্দময়ী কালীবাড়ি থেকে জেলা পূজা উযাপন পরিষদের ব্যানারে হিন্দু সম্প্রদায়ের শত শত নর-নারী ও শিশুরা র্যালিতে অংশ নেন। এর পর পরই শিববাড়ি শিব সিদ্ধেশ্বরী মন্দির থেকে হিন্দু মহাজোটের ব্যানারে শহরে বের হয় র্যালি।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহ কেন্দ্রীয় সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আজ সকালে দুর্গাবাড়ি মন্দিরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এম আর মুর্তজা, মাদারীপুর : মাদারীপুর পুরান বাজার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শোভাযাত্রার উদ্বোধনীতে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাবুল দাস, নন্দদুলাল সাহা, অনিল মণ্ডল, বিমল বাড়ৈ প্রমুখ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরান বাজার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ সকাল সাড়ে ১০টায় নগরীর ডায়মন্ড চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বর্ণিল এই শোভাযাত্রা। হিন্দু ধর্মাবলম্বীরা ঘোড়ার গাড়ি, রিকশা-ভ্যানে দেবতাদের প্রতীকী রূপে সেজে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় সাউন্ড সিস্টেমে সংকীর্তনের আওয়াজে সরগরম হয় নগরী। শোভাযাত্রায় নারায়ণগঞ্জ জেলা পূজা কমিটির সভাপতি শংকর কুমার সাহা, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহাসহ হিন্দু নেতা ও ধর্মাবলম্বীরা অংশ নেন।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : জেলা ও শহর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপক সাহা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সূর্যকান্ত দাস, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ সাহা।
শোভাযাত্রাটি শহরের মধ্যকান্দাপাড়ার গোপীনাথ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলার কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী অংশ নেয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণ, রাধা ও কংস মামা সেজে শিশুরা অংশ নেয়।
মারুফ আহমেদ, সিলেট : সকালে নগরীর মির্জাজাঙ্গাল সড়ক থেকে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা বের হয়। এ ছাড়া মাছিমপুর এলাকা থেকে আরেকটি শোভাযাত্রা আয়োজন করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। এ ছাড়া নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট শোভাযাত্রা এসে সার্বজনীন শোভাযাত্রায় মিলিত হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জন্মাষ্টমী উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
মো. লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : শহরের আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মন্দিরপাড়া গোবিন্দ জিউ মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বর্ণিল ওই র্যালিতে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেন। র্যালি শেষে গোবিন্দ জিউ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : জন্মাষ্টমী উপলক্ষে আজ সকালে কুমিল্লার কান্দিরপাড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন অঙ্গসংগঠন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : আজ সকালে কেন্দ্রীয় কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার আয়োজনে এ র্যালিতে কেন্দ্রীয় কালীবাড়ী, খাটরা সার্বজনীন কালীবাড়ীসহ হিন্দু সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে র্যালি শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিভিন্ন মন্দিরে পূজা অনুষ্ঠিত ও প্রসাদ বিতরণ করা হয়।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : আজ দুপুরে জয়পুরহাট বারোয়ারী মন্দিরে আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক আব্দুর রহিম ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় শিবমন্দির ও জেলা পূজা উদযাপন পরিষদের যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
কে এম সবুজ, ঝালকাঠি : জন্মাষ্টমী উপলক্ষে আজ বেলা ১২টায় শহরের মদনমোহন আখড়াবাড়ি মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম। মদনমোহন আখড়াবাড়ি মন্দিরের সভাপতি অমল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অসীম কুমার সাহা প্রমুখ।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আজ শনিবার দুপুরে শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম থেকে এক বর্ণিল র্যালি বের হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতদোহা ল্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, পৌর মেয়র ইকবাল আকতার প্রমুখ।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে শনিবার দুপুরে শহরের কালিবাড়ীর গোবিন্দ জিউ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও দিনব্যাপী কীর্তন-পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজার কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ফনীন্দ্রনাথ সাহা। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার প্রমুখ।
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান : জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ শনিবার বেলা ১১টায় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক পষিদের সদস্য কাজল কান্তি দাশসহ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। বান্দরবানের রাজার মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মধ্যমপাড়া, উজানীপাড়া ও কেয়াংপাড়া হয়ে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়। পরে রাজার মাঠে আয়োজিত পূজামণ্ডপে ভগবান শ্রীকৃষ্ণের রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ এবং ধর্মীয় নামকীর্তন অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর এই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের ও বর্ণের শত শত নারী-পুরুষের মিলনমেলা বসেছিল রাজার মাঠে।
ভজন দাস, নেত্রকোনা : নেত্রকোনায় জন্মাষ্টমীর শোভাযাত্রা ও অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। শনিবার দুপুরে সাতদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান থান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার দাস।
ওছমান হারুন মাহমুদ, ফেনী : ফেনী শহরের কালীবাড়ী এলাকা থেকে জন্মাষ্টমীর র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। কয়েক হাজার হিন্দু সম্প্রদায় মানুষ এ র্যালিতে যোগ দেয়। এর আগে সকালে ফেনী শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অসীম মন্ডল, সিরাজগঞ্জ : জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বিমল কুমার দাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নব কুমার কর্মকার, হীরক গুণ প্রমুখ।
আলোচনা শেষে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এসে ওই র্যালিতে অংশ নেন।
প্রদীপ সরকার, রাবি সংবাদদাতা : মঙ্গল-আরতি, আলোচনা সভা, প্রার্থনা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ সকাল ৯টায় শোভাযাত্রাটি বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন কমিটির। রাবি কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কৃষ্ণভক্তরা গীতাযজ্ঞে অংশ নেন। এ সময় এক আলোচনা সভার আয়োজনও করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সব ধর্মের বাণী মানুষের কল্যাণ ও সেবার জন্য। কিন্তু বর্তমানে মানুষ এটাকে নিজেদের স্বার্থে বিভিন্নভাবে ব্যবহার করছে। আসলে এখন মানুষের মধ্যে যথাযথ ধর্ম নেই। তা না হলে আমরা খুন করতে পারতাম না, মিথ্যা বলতে পারতাম না।’
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক শঙ্কর মজুমদার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিষদের সহসভাপতি অধ্যাপক সোমলাল দাস, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ ড. বিপুল কুমার বিশ্বাস, শেরেবাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি রায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক বিশ্বনাথ শিকদার, গণিত বিভাগের অধ্যাপক কল্যাণ কুমার দে, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক কমল কৃষ্ণ বিশ্বাস প্রমুখ। এরপর বিকেল ৫টায় জন্মাষ্টমী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : বেলা ১১টায় শহরের কালিবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গপদ দাস, আইনজীবী স্বপন কুমার দে, পরিমল কান্তি দে, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ চৌধুরী প্রমুখ।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা শোভাযাত্রা করে আর্য ধর্মসভা মন্দিরে আসে। পরে ওই মন্দিরে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন শ্যামল হালদার। বক্তব্য রাখেন আর্য ধর্মসভা মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, আমিয় সরকার গোরা, খুলনা চেম্বার সহসভাপতি গোপী কিষান মুদ্ধড়া, বিমান বিহারী রায় প্রমুখ। আলোচনা সভা শেষে ধর্মসভা মন্দির থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর নূরনগরে অবস্থিত প্রেমকানন মন্দিরে এসে শেষ হয়।
কাকন রেজা, শেরপুর : শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। শহরের গোপালবাড়ী মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজামণ্ডপভিত্তিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : সাতক্ষীরার কাটিয়া মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, মন্দির সমিতির সভাপতি ও সম্পাদক মঙ্গল কুমার পাল ও অনিত মুখার্জী, বিশ্বজিৎ সাধু, গৌর দত্ত প্রমুখ। আলোচকরা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। পরে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে বের হয় শোভাযাত্রা। এতে শত শত হিন্দু নারী-পুরুষ অংশ নেন।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : জম্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। সকালে আন্দরকিল্লা মোড়ে র্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাছান মাহমুদ বক্তব্য রাখেন।
বক্তারা সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা, মানবজাতির কল্যাণে শ্রীকৃষ্ণের আবির্ভাব একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করে সুন্দর আগামী গড়তে শ্রীকৃষ্ণের পথ অনুসরণের আহ্বান জানান। এর আগে বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন অতিথিরা। শোভাযাত্রাটি নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর : সকালে জন্মাষ্টমী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় মন্দির হরিসভায় এসে শেষ হয়। এরপর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ভিখারুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক শংকর প্রসাদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্যামসুন্দর দেবনাথ প্রমুখ। এ ছাড়া জেলা পূজা উদযাপন পরিষদ দিবসটি উপলক্ষে হরিসভায় শঙ্কধ্বনি, ঊলুধ্বনি ও গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করে।
নাসির আহমেদ, গাজীপুর : জেলার কালিয়াকৈরে বাজার স্বর্ণপট্টিতে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অজিত কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন প্রমুখ।
এরপর একটি বিশাল র্যালি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলার সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে উপজেলার চুয়ারিয়াখোলা শ্রীকানাই লাল মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন চুয়ারিয়াখোলা শ্রীকানাই লাল মন্দির পরিচালনা কমিটির সভাপতি মুকুল চন্দ্র দে। এ সময় অন্যদের মধ্যে কমিটির সহসভাপতি বিভু রঞ্জন বিশ্বাস, দিলীপ রায়, চন্দন চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জিবন চন্দ্র মণ্ডল, কোষাধ্যক্ষ প্রদীপ নাগ, ব্যবস্থাপক মধুসূদনসহ হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ ছাড়া দিনটি উপলক্ষে পৌরসভার কালীবাড়ী, জয়দেববাড়ী, ধরবাড়ীসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সঞ্জিব দাস, ফরিদপুর : জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ শনিবার সন্ধ্যায় শহরের গোয়ালচামট এলাকার শ্রী-অঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বন্ধুসেবক ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, সত্যচৈতন্য ব্রহ্মচারী, স্বামী শিবপ্রিয়ানন্দ, সুবল চন্দ্র সাহা, অনিমেষ রায়, সুকেশ সাহা প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী জেলা। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সব সম্প্রদায়ের মানুষ এই জেলায় মিলেমিশে বাস করেন। তিনি বলেন, ফরিদপুরে কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তা সবাই মিলে প্রতিহত করা হবে।
সভা শেষে শ্রী-অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার শ্রী-অঙ্গনে গিয়ে শেষ হয়।