‘মসজিদ উচ্ছেদ বন্ধে’ বিক্ষোভের ডাক হেফাজতের
‘নদী দূষণমুক্ত করার নামে’ বুড়িগঙ্গা নদীর তীরে ‘মসজিদ উচ্ছেদ’ বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী এক সপ্তাহের মধ্যে কেরানীগঞ্জের উচ্ছেদ করা মসজিদ পুনর্নির্মাণ না করা হলে ১৩ সেপ্টেম্বর বায়তুল মোকারম থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে মাদ্রাসাভিত্তিক সংগঠনটি।
আজ রোববার সকালে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলামের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোছাইন কাসেমী।
সংবাদ সম্মেলনে কাসেমী বলেন, নদী দূষণমুক্তের নামে বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে মসজিদ উচ্ছেদ বন্ধ না করলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করা হবে।
এই হেফাজত নেতা আরো বলেন, ‘শহর পরিচ্ছন্নতার অজুহাতে এক স্থানে পশু কোরবানির নামে সরকার হাজার বছরের ঐতিহ্য বিনষ্টের পাঁয়তারায় লিপ্ত হয়েছে।’