হবিগঞ্জে নৌ-দুর্ঘটনায় ২ যুবক নিখোঁজ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে ধাক্কা লেগে একটি ডিঙেনৌকার দুই আরোহী পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। দুর্ঘটনায় নৌকার মাঝি ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপুরে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের খাষ্টি নদীতে একটি ডিঙিনৌকা বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে নৌকার দুই আরোহী পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুজন হলেন আদাঐর গ্রামের টিটু মিয়া (২৪) ও সেলিম মিয়া (২৫)। দুর্ঘটনায় নৌকার মাঝি সুজন মিয়া (৫০) ও তাঁর ছেলে ফাইজুল ইসলাম (২২) গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেলে সিলেট থেকে ডুবুরি দল এসে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায়। তবে তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।