সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু সিম ও অবৈধ মোবাইল ফোনসেট
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘সমস্ত অপরাধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সিম এবং একটি নকল ও অবৈধ মোবাইল ফোনসেট।’
urgentPhoto
আজ বুধবার দুপুরে সচিবালয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে টেলিকমিউনিকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিআরএবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তারানা হালিম এসব কথা বলেন। মোবাইল ফোনের মাধ্যমে অপরাধের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
সিম নিবন্ধন সম্পর্কিত কিছু বিষয় গোপন রাখবেন জানিয়ে তারানা হালিম বলেন, ‘আমরা সব কিছু বলব না। বলব না এ কারণে আমরা যখন বলি তখন আমরা যা করি তার চেয়ে দ্বিগুণ উৎসাহে সন্ত্রাসী বা সংঘবদ্ধ গোষ্ঠীগুলো আরেকটা কিছু করে ফেলে যেটা ধরার (অ্যাড্রেস) জন্য আবার নতুন টুলস, নতুন মেশিন, নতুন ভাবনা (ব্রেইনস্টর্মিং) করতে হয়। আমরা কিন্তু সেটা বুঝতে পেরেছি যে আমাদের পক্ষে কীভাবে করা সম্ভব। চিহ্নিত করা সম্ভব যে এ সিম এবং মোবাইল ফোন থেকে এ অপরাধটা সংঘটিত হচ্ছে। পাঁচটা থাকুক ছয়টা থাকুক সমস্যা না। ওই একটাতে চিহ্নিত করা হচ্ছে আমার কাজ।’
তথ্যে গড়মিল পেলে সংযোগ বন্ধ হয়ে যাবে জানিয়ে তারানা হালিম বলেন, ‘পুরো প্রক্রিয়াটা নিবন্ধন (রেজিস্ট্রেশন) প্রক্রিয়া। এটার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, তারা যাচাই (ভেরিফিকেশন) করবেন। এবং যদি তাদের ভেরিফিকেশনের মধ্যে কোনো রকম গড়মিল পাওয়া যায় তাদেরটা বন্ধ হয়ে যাবে। পুরো প্রক্রিয়াটাকে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া বলতে আগ্রহী।’
প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী রোববার থেকে এ নিবন্ধন শুরু হবে। কোন প্রক্রিয়ায় নিবন্ধন ও যাচাই করতে হবে, ওই দিনই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তা জানানো হবে। আগামী তিন মাসের মধ্যে এই নিবন্ধন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।