ভারতে গেলেন এরশাদ
ভারত সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে দিল্লি গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ রোববার সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে জেড এয়ারলাইন্সের একটি বিমানে করে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়া উদ্দীন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জুলাই বিকেল ৪টায় জেড এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসার কথা রয়েছে হুসেইন মুহম্মদ এরশাদের।
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ার আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে বিদায় জানান দলীয় নেতারা। ছবি : ফোকাস বাংলা