ঐক্যের বিষয়ে সরকার আন্তরিক নয় : বিএনপি
মুখে ঐক্যের কথা বললেও বাস্তবে ঐক্যের বিষয়ে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছে বিএনপি।urgentPhoto
আজ শুক্রবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষে এ অভিযোগ করেন এর আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, ‘সরকারের মন্ত্রীরা মুখে ঐক্যের কথা বললেও ব্যস্ত থাকেন রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার কাজে।’ তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে সংসদে প্রধানমন্ত্রী জিএসপি-সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন, তা অনভিপ্রেত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
এ সময় বক্তব্যটি প্রত্যাহার ও যারা জাতীয় সংসদে নেই, তাদের জড়িয়ে কটূক্তিমূলক বক্তব্য না দেওয়ারও পরামর্শ দেন রিপন।