জাস্টিসের বদলে অন্যায় হচ্ছে : বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,‘বাচ্চারা বলছে, উই ওয়ান্ট জাসটিস, আমরা বিচার চাই, সুবিচার চাই। প্রতিটি পদক্ষেপ জাস্টিসের বদলে অন্যায় হয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘অবিচার যখন আইন হয়ে যায়, রুখে দাঁড়ানো তখন কর্তব্য হয়ে দাঁড়ায়।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদও সংহতি সমাবেশে’ এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী। উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে ওই সমাবেশের আয়োজন করা হয়।
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সরকার দলের গুণ্ডা প্রকাশ্যে পুলিশের সহায়তায় দাঁড়িয়ে নিরীহ ছাত্রদের আক্রমণ করছে। ছাত্রদের দাবি কী? নিরাপদ সড়ক। আমাদের খুবই লজ্জা হয়।’
সমাবেশে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘ঐক্য হয়ে আছে। ঐক্যবদ্ধ হয়ে আছে মানুষ। এই ঐক্যবদ্ধ মানুষের উপরে গুণ্ডা লেলিয়ে তাকে ধ্বংস করা যাবে না। এটা আমার বিশ্বাস। আমাকে গুলি করে মেরে দিলেও এটা শেষ হবে না। এটা আরো চাঙ্গা হবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘আরেকটি কথা বাচ্চারা উচ্চারণ করেছে, স্লোগান দিয়েছে, নাও অর নেভার। অত্যন্ত জরুরি কথা একটা। এখনই আর না হলে কখনো হবে না। যে ফ্যাসিস্ট শক্তি চেপে বসেছে,সেই ফ্যাসিস্ট শক্তি সবকিছু তছনছ করে দিচ্ছে। জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আজকে আমাদের ছেলেরা আমাদের সেই জায়গায় আনার একটা সুযোগ করে দিয়েছে।’
সমাবেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আট দফা দাবি তুলে ধরেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের উপর হামলার বিচার,পরিবহন ও শ্রমিক সংগঠনের পদ থেকে মন্ত্রীদের পদত্যাগ, দুর্ঘটনায় মানুষ হত্যার শাস্তি ন্যূনতম সাত বছর করা, দুর্ঘটনায় মালিক পক্ষকে ক্ষতিপূরণে বাধ্য করাসহ আরো কিছু বিষয়।
মাহমুদুর রহমান মান্না বলেন,‘সড়ক পরিবহনের নৈরাজ্য বন্ধ করার দাবিতে সর্বোচ্চ পর্যায়ের একটি কমিশন গঠন করে প্রতি এক মাস অন্তর অন্তর এর অগ্রগতি জনগণকে জানাতে হবে। আমরা আশা করি দ্রুত এসব পদক্ষেপ গ্রহণ করে, সরকার দেশের শিক্ষার্থীদের মনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী।