আরাকান আর্মির নেতার বাড়ির তত্ত্বাবধায়ক ফের রিমান্ডে
আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোর বাড়ির তত্ত্বাবধায়ক মং চু অং মারমাকে আবারও তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার রাঙামাটির বিচারিক হাকিম রোকনউদ্দিনের আদালত এ আদেশ দেন।
আজ দুই কেয়ারটেকার ও আরাকান আর্মির সদস্য মং নং ইয়ং রাখাইনকে আদালতে হাজির করে পুলিশ। মং চু অং মারমাকে সন্ত্রাস দমন আইন মামলায় আরো সাতদিনের রিমান্ডে চায় পুলিশ। এ সময় আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুই আসামি আরেক তত্ত্বাবধায়ক যশো অং মারমা ও মং নং ইয়াং রাখাইনকে জেল হাজতে পাঠান। এর আগে এদের তিনজনকেই দুই দফায় আটদিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।
গত ২৬ আগস্ট রাঙামাটির রাজস্থলীতে আরাকান আর্মির নেতা রেনিন সোর বাড়ি থেকে অং নং ইয়াং রাখাইনকে ঘোড়া, ল্যাপটপ, ক্যামেরা, আরাকান আর্মির পোশাকসহ আটক করে যৌথবাহিনী। এর একদিন পর ২৭ আগস্ট একই উপজেলা থেকে বাড়িটির দুই তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। ডা. রেনিন সো এখনো পলাতক।