প্রধানমন্ত্রী যা বলেন তা করেন : রেলমন্ত্রী
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন, তা বাস্তবায়ন করেন। যেমন পদ্মা ব্রিজ হবে না- অনেকে সন্দেহ করেছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এত ডিটারমাইন্ড, এত দৃঢ় প্রত্যয় ছিলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ আজকে দৃশ্যমান।’
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া ১-এ গিয়ে রেলমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় রেলমন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা ও চার লেনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ ছাড়া তিনি ফলক উন্মোচনের স্থান নির্ধারণ করেন।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে মাওয়া ঘাটে এসে গ্রাউন্ড ব্রেকিং উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সেপ্টেম্বরের ৫ তারিখ। এর প্রস্তুতি পর্বে আমরা এখানে এসেছি। এ প্রকল্পের অর্থ সংগ্রহ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। অনেকে প্রশ্ন করেছিল, পদ্মা ব্রিজের ওপর দিয়া ট্রেন যাবে কি না। মাননীয় প্রধানমন্ত্রী বললেন, অবশ্যই যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজকে পদ্মা ব্রিজের ওপর দিয়ে রেল চালামু। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ৫ তারিখ এসে। প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। ইনশা আল্লাহ আপনারা দেখবেন এই পদ্মা ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলবে। যা আওয়ামী লীগ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর অবদান।’
রেলমন্ত্রী আরো বলেন, ‘আপনি দেখবেন আমাদের এই রেললাইনের শুরু হবে ঢাকা থেকে মাওয়া ব্রিজ ধরে জাজিরা, নড়াইল হয়ে যশোর যাবে। আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। যখন অন্যান্য যান চলে, একই সঙ্গে যাতে ট্রেন চলে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাবাহিনীর মেজর জেনারেল ও পদ্মা সেতু প্রকল্পের প্রধান সমন্বয় কর্মকর্তা সাঈদ মাসুদ, ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান, জেলা প্রশাসক সায়লা ফারজানা, লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী লিমা এবং পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে জড়িত প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।