আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাল পুলিশ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যেকোনো বিক্ষোভ বা আন্দোলনকারীদের মধ্যে সম্পর্কটা প্রায় সবসময়ই হয় সাপে-নেউলে। বারবার সংঘর্ষেও জড়াতে দেখা যায় দুই পক্ষকে। চলমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনের প্রথম দিনও পুলিশের সঙ্গে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আন্দোলনের পঞ্চম দিনে আজ রোববার হঠাৎ করেই চোখে পড়েছে ভিন্ন রকম দৃশ্য। ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করা খাবার পানির গাড়ি থেকে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন কড়া রোদের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে কঠোর আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শুরু হয়েছে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ কর্মসূচি। ঢাকার বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমণ্ডি ২৭ নং সড়কের সামনে অবস্থান নিয়েছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইবাইস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউল্যাব ও ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পাশেই সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূলত তাঁদের জন্যই আনা হয়েছিল একটি খাবার পানির গাড়ি।
কিন্তু কড়া রোদের মধ্যে নিজেদের তেষ্টা মেটাতে শিক্ষার্থীরাও ভাগ বসিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পানির গাড়িতে। পুলিশ সদস্যরাও কোনো আপত্তি জানাননি। স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী জামিল হোসেন পানি খাওয়ার পর পুলিশদের দিকে ইঙ্গিত করে মুচকি হেসে বললেন, ‘উনাদের জন্যই এটা আনা হয়েছে। কিন্তু আমরাও এখানে ভাগ বসিয়েছি। উনারা তো এখন পর্যন্ত কিছু বলেননি।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষও হয়েছে গত বুধবার। সে সময় পুলিশের গুলি ও টিয়ারশেলে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে পুলিশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্কও বজায় রাখতে চাইছেন আন্দোলনকারীরা। রাজধানীর কিছু জায়গায় পুলিশের হাতে ফুল তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। হাসিমুখে সেলফিও তুলেছেন পুলিশ সদস্যদের সঙ্গে। আর এসব ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।