মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী এ কথা জানিয়েছেন।
urgentPhoto
মন্ত্রীরা জানান, বৈঠকের শুরুতে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাব পাস হয়। পরে অনির্ধারিত আলোচনায় কয়েকজন মন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ ও চলমান আন্দোলনের বিষয়টি তোলেন। পরে প্রধানমন্ত্রী ভ্যাট প্রত্যাহার করার পক্ষে মত দেন।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, ভ্যাট প্রত্যাহারের বিষয় নিয়ে দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার ব্রিফ করার কথা রয়েছে।
টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। আজও তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর তাঁরা অবরোধ তুলে নিয়ে বিজয় উল্লাস করেন।