মসলার দর গত বছরের তুলনায় কিছুটা কম : মেয়র
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর মসলার বাজারে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে মসলার পাইকারি বাজার ঘুরে সাংবাদিকদের এ কথা জানান মেয়র।
সাঈদ খোকন বলেন, ‘কাঁচা বাজারগুলোতে আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। যাতে কোনো অবস্থাতেই নাগালের বাইরে না যায়। বেশিরভাগ মসলার দর গত বছরের তুলনায় এ বছর কিছুটা হলেও কম রয়েছে।’ তিনি আশা করেন, এটা অব্যাহত থাকবে।
‘মসলার বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে কাজ করছে টিসিবি ও সিটি করপোরেশনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ দল। এ ছাড়া একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে বাজারে থাকবে ভ্রাম্যমাণ আদালত’, যোগ করেন মেয়র।