পোশাক শ্রমিকদের উৎসবভাতা ২০ সেপ্টেম্বরের মধ্যে
২০ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের উৎসবভাতা এবং ঈদের ছুটির আগে সেপ্টেম্বরের অর্ধেক মাসের বেতন পরিশোধ করার জন্য পোশাকশিল্প মালিকদের আহ্বান জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রমিকদের বেতন-ভাতা, পোশাকশিল্পের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এ সময় বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী জানান, শ্রম বিধিমালা অনুযায়ী প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কার্যদিবসের মধ্যে দেওয়া বাধ্যতামূলক। ২৫ সেপ্টেম্বর ঈদ উপলক্ষে ২১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে পোশাকশ্রমিকদের ছুটি দেওয়া হবে। এ জন্য আমরা পোশাক কারখানার মালিকদের প্রতি তাঁদের সংগঠন বিজিএমইএর নেতাদের মাধ্যমে এ আহ্বান জানিয়েছি।