সুষ্ঠু নির্বাচন চাই, শেখ হাসিনার পতন নয় : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, তিনি সুষ্ঠু নির্বাচন চান। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চান না।
আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এক বর্ধিত সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী এই কথা বলেন।
আওয়ামী লীগ ও বিএনপিকে সমান দূরত্বে রেখে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি যে জাতীয় ঐক্য চাই, সেই জাতীয় ঐক্য এখন অব্দি বিএনপি এবং আওয়ামী লীগ থেকে সমদূরত্বে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘জাতির আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্যে প্রবীণ নেতা বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে আমরা একটা জাতীয় ঐক্য চাই। কোনো জোটে যাব কি যাব না, সেটা সময়ের ব্যাপার। পরবর্তীতে আমরা সে সম্পর্কে আমাদের সিদ্ধান্ত জানাব।’
এ ছাড়া সরকার পতনের জন্যে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্যে এই জাতীয় ঐক্য চান বলে জানান কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ‘একটি কথা আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আমরা এখন সুষ্ঠু নির্বাচন চাই। শেখ হাসিনার পতন চাই না। এই সরকারের পতন চাই না।’
বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কাদের সিদ্দিকী।