হাবিব উন নবী খান সোহেল আটক
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশান ২ নম্বর গোলচত্বরে পৌঁছালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
আটকের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি এখনো নিশ্চিত নই। নিশ্চিত হয়ে জানাব।’
এদিকে, গুলশান থানা পুলিশও এ বিষয়ে গণমাধ্যমকে কোনো তথ্য জানায়নি।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি হাবিব উন নবী খান সোহেলকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপি। পরে তাঁর মেয়ে জানান, তিনি নিরাপদ আছেন। এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল। সবশেষ খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাঁর মুক্তির দাবিতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন সোহেল।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে সোহেলকে আটকের চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। তবে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি। এরপর আর জনসমক্ষে তাঁকে দেখা যায়নি। সব শেষ গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তিনি বক্তব্য দেন। এরপর আবার চলে যান আত্মগোপনে। এর ১৭ দিন পর আজ পুলিশের হাতে আটক হলেন তিনি।