ক্ষমতার সিঁড়ি হব না, নিজের পায়ে দাঁড়াব : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব না। নিজের পায়ে দাঁড়াব। নিজে নির্বাচন করব। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাব। এই হলো আমাদের উদ্দেশ্য।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আগামী নির্বাচনকে সামনে রেখে দুই দিনব্যাপী জাতীয় পার্টির ডিজিটাল নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
এ সময় নিজেদের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘৩০০ সিটের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমার বিশ্বাস, মানুষ পরিবর্তন চায় মনে-প্রাণে। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ জাতীয় পার্টিতে ভোট দিবে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে। আমি নিশ্চিত জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ জানান, নির্বাচনের সময় প্রত্যেকটা ভোট কেন্দ্রে তাঁর দলের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে, যাতে কেউ জাল ভোট না দিতে পারে। আর আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে জাতীয় পার্টি আবার এককভাবে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।